কবিতায় তপোব্রত মুখোপাধ্যায়
শত্রু
স্লোগানগুলো ভেঙ্গে দাও।
সেখানে দাঁড়াক মূর্তি।
মুখ উন্মোচন হোক, ফুল ঝরুক।
পথ ঢেকে যাক রক্তচন্দনে।
এবার পায়ে দলে এগিয়ে এসো।
ভয় নেই,
এগোনোর পথে প্রশ্নাতুর শিশু নেই কোন।
কেউ গলা তুলবে না।
জিজ্ঞেস করবে না, "রাজা, তোর কাপড় কোথায়?"
রাস্তায় ভেঙ্গে যাওয়া প্রতিরোধ পড়ে আছে।
হাতে তোল।
ঘরে ফিরে নিশ্চিন্তে আয়নার সামনে দাঁড়াও।
আঘাত করো।
ওই শেষ শত্রু তোমার...
0 Comments.