বৃষ্টির গন্ধে মনে হয় মৃত্যুর সময় হয়ে আসছে
কেন হয় বুঝতে পারিনা
খুব কময়েসী কারো মৃত্যুর খবর পেলে ভাবি
যদি আমার আয়ুটা ওকে দিয়ে দিতে পারতুম
খুব আনন্দ হয় যখন, খুব আনন্দ
মনে হয় মৃত্যুর তো এটাই সময়
পৃথিবীতে থাকতে থাকতে কতবার যে মরি
কতবার যে বেঁচে থাকি হিসেব নেই
আমার চারিদিকে বহু ভালো মানুষ আর
বহু নোংরা মানুষও তো আছে
বৃষ্টিতে, অঝোর বৃষ্টিতে কাউকে আলাদা করা যায়না,
বাস্তব আর কল্পনার মাঝে একটা ইষ্টিশন
ভুল করে নেমে পড়েছি......
0 Comments.