Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় মনোনীতা চক্রবর্তী

maro news
কবিতায় মনোনীতা চক্রবর্তী

মাধবীলতা

কিছু জিনিস না-জানাই বোধহয় বেশি ভালো ছিল। যেমন কিছু ছদ্মবেশী কথা বা কথোপকথন। যেমন বিরামহীন বুকের ওঠানামা। বিশ্বাস করুন সব জানতে নেই। রক্তে ঘাম জমে। লবনের পাহাড়ে কেমন চোখ-মুখহীন নুনের পুতুল হয়ে বসে থাকা! আর ভালো লাগে না এ যন্ত্রণা...
কাক-পক্ষীহীন দুপুরেরও কিছু নিজস্ব গুপ্তচর থাকে জানে তারা কোথায় কোন গোপন গচ্ছিত সন্তর্পণে। পাওয়া ও পাইয়ে দেওয়ার মেহফিল। খুলে গেছে সমস্ত দেওয়াল...
সালোয়ার থেকে শাড়ি, মধ্যদুপুর। প্রতিবেশী ছায়া দেখে একটি দুল-হারানো কান কিংবা শাড়ির কুচির ক্লান্তি-সুখ।
অথচ সমস্ত দেওয়াল জুড়ে ভালোবাসার চিহ্ন। আসলে,চিহ্ন নয়। ভালোবাসার নামে ব্যবহার করা একটি মেধার  ছাপ।
কিছু জিনিস বোধহয় না-জানাই বেশি ভালো ছিল। যেমন একসঙ্গে একাধিক মুখ বিছানা জুড়ে ডানে মায়া তো বাঁয়ে কায়া উত্তরে রঞ্জিতা তো দক্ষিণে নন্দিতা পুবে বনলতা তো পশ্চিমে মাধবীলতা... আর কিছু ছদ্মবেশী কথা ও কথোপকথন।
পশ্চিমে মাধবীলতা হলেও ডুবে যাওয়া তার অদৃষ্টে নেই। মাধবীলতারা মরে না... 'কালবেলা' মনে পড়ে? মাধবীলতারা মরে না... বিপ্লবের অন্য নাম মাধবীলতা মাধবীলতা মানে বিরামহীন বুকের ওঠানামা...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register