মনে হয় আমাদের সব দেখা সম্পূর্ণ। ডিপো থেকে বেরিয়ে বাস যেন গতি নিয়ে নিয়েছে। কোনোভাবেই যেন আর তাকে থামানো যাবে না। চমক পেরিয়ে চলে এসেছে অনেক দূর। তাই আর হারাবার ভয় নেই কোনো। যা দেখছি তা যে দেখার জন্যে দিন রাত এক করে ফেলেছি এমন নয়। তবুও যদি চোখের সামনে উঠে এসেছে তাহলে চোখে চোখ রেখেছি । চোখে মন ছিল না বলেই যা পেরিয়ে এসেছে চোখ তাকে আবার দেখার জন্যে বুকের ভেতরে বৃষ্টি নামেনি কখনও। আমাদের ভেতরে আজও কোনো গল্প নেই। গল্পের আবহাওয়ায় দুদণ্ড দাঁড়াবার ইচ্ছা জাগলে তা পায়ের মাটি পায় নি কখনও। তাই জল নেই চোখে। বছরের পর বছর এই অনাবৃষ্টিতে ঘুমিয়ে গেছে বীজ।
0 Comments.