Thu 18 September 2025
Cluster Coding Blog

আঞ্চলিক কবিতায় তারাশংকর চক্রবর্তী 

maro news
আঞ্চলিক কবিতায় তারাশংকর চক্রবর্তী 

ল্যাতাজি সুবাষ আর মলয় মাহতোর কথা

হঁঃ !

য্যাতই তুমিই তুমরা শালা আগুন হুয়েঁ চট--- আজ তেইশা জানয়ারি ইট্য তারই ফট হঁঃ ! হঁঃ ! ইট্য তারই ফট সুবাষবাবুর ফট হামদের সুবাষ বোসের ফট !

হঁঃ  !

হুঁই য্যা দ্যাখঅ --- কাপাস পারা মুঞে কিমহন পারা আ'ল মিষ্টি হাসির ঝলকানিতে কয়লা-কালি-কাল যায় সইরে যায় যায় সইরে যায় ময়লা য্যাতই ঢাল ।

হঁঃ  !

হুঁই য্যা দ্যাখঅ--- ঠুঁইকছে স্যালুট ডাইন চ'খের হুঁই লিচে ডাইন হাতকে ঘুরাই আন্যে ডাইন বাগে হঁঃ ঘিঁচে--- কিমহন পারা পশাক পইরে বাগের পারা থাব্বা সিংহর পারা থাব্বা বাব্বা  !

হঁঃ  !

হুঁই য্যা দ্যাখঅ--- বুক চিতায়েঁ তাল মিলায়েঁ পায়েঁ ল্যাফট - রাইট ল্যাফট - রাইট ডাইনে ইবং বাঁয়েঁ আজাদ হিন্দের ফৌজ লিয়েঁ ফৌজ চইলছে শহর - গাঁয়েঁ ।

হঃঁ  !

উই ত হুল্য ল্যাতাজি  ! হামদের মহান ল্যাতাজি ভারতমায়ের ব্যাটা -- উয়ার গায়েঁই বেইমানরা পঁচা মাছের প্যাঁটা ফালে দিয়ে কম জ্বালাল ? কম ভুগাল অরা দ্যাশ ভাঙনের মন্তে স্বাধীন আইনল্য দ্যাশের খরা  !
নাই ভাত নাই শিক্ষা আ'ল ওষুদ পথ্যি নাই হিঁই স্বাধীনের স্বাদ লিয়েঁ বঞ্ কুথ্থায় সোবে যাই ?
কাটমানি আর ব্যালেকমানির চইলছে লড়হাই মঞ্চে মন্তীরা সোব যায় ব্যাড়হাতে মা সারদার লঞ্চে ।
ই--শালারা ট্যাকার দালাল আলাল য্যাত চ্যালায় স্বাধীনতার মহান সুখে কাটমানিরই খ্যালায় ব্যালেকমানির খাচ্ছে মাখন মজছে মদের ম্যালায়।
হেই--ল্যাতাজি  ! ইটাই কী আজ স্বাধীনতা ? স্বাধীনতার স্বাদ ? ভাগাড় কইরে ই--দ্যাশকে কইরছে য্যা বরবাদ ।
আজ তেইশা জানয়ারি জন্ম দিবস বঠে--- তুমহার জন্ম দিবস বঠে তুমহার কথা ভাবে ভাবে হুদকে য্যা মন উঠে (হামার) হুদকে পেরাণ উঠে  !
কুথ্থায় গ্যালে ই--দ্যাশ ছাড়্যে ? কুথ্থায় গ্যালে তুমহি ? তুমহার লাইগে কাঁইন্দছে স্বদেশ কাঁইন্দছে ভারত ভূমহি । লতায় পাতায় কাঁইন্দছে আকাশ বাতাস কাঁইন্দে দূরে ফিরাই আস হে ল্যাতাজি সোবার হিদয় পুরে ।
হুঁই য্যা দ্যাখঅ--- দাঙ্গা লাইগে দাঙ্গা লাগায় ল্যাতা রাম রহিমের রক্ত ঝরে খবর রাইখে কে-তা ?
ভণ্ড ল্যাতায় দ্যাশ ছায়েঁ যায় ঘর পুইড়ে দিন-রাতে মদের মুলুক চইলছে দ্যাশে কাজ নাই আজ হাতে !
গুলিগোলায় ভোটে জিতে মহান ল্যাতা হয় মইরছে মানুষ চতুর দিকেই সন্তাস আর ভয়  !
রা কাইড়তে ভয় লাইগে বাপ্ মু গঞ্জাড়ে থাকি রেপ হয়ে খুন মা ম্যায়ারা স্বাধীনতার ফাঁকি ইট্য স্বাধীনতার ফাঁকি  !
এ্যাকটা দ্যাশ দুটা হুঁয়েই ইখন হুল্য তিনটা তাথেও কী বাপ দাঙ্গা থামে ? ক্যামনে যাবে দিনটা ; দ্যাশ ভাঙনের ভাগ লিয়েঁ সোব বিঁধল য্যা আলপিনটা সিটা লিয়েঁই ভাবতে থাকি আসছে য্যা কী দিনটা ! কী জানি কী দিনটা  ! আসছে য্যা কী দিনটা !
আজ তেইশার জানয়ারি মাঘের বাঘা মাস হঁঃ  !  হঁঃ  ! জাড়ের বাঘা মাস হঁঃ  !  হঁঃ  ! তুমহার জন্ম দিবস তুমহার কথ্থাই ভাবে হে বীর মন হুঁয়েঁ যায় বিবশ হামার মন হুঁয়েঁ যায় বিবশ আজ তুমহার জন্ম দিবশ ।
এ্যাই স্বাধীনতা চাও নাই তুমহি এ্যাই স্বাধীনতা চাও নাই ।
তুমহি চহেছিলে সমাজতন্ত তুমহি চাহেছিলে খাদ্য চাও নাই তুমহি স্বাধীনতা বিকে হোকনা দ্যাশের শাদ্য ।
তাই কী তুমহাকে সরে যাতে হোল্য তবে কী হুঁয়েছ খুন ? তবে কী তুমহাকে মইরে যাতে হোল্য ছিল বলে মহাগুণ ?
এ্যাত কমিশন বসায়েঁ ক্যানে হে তুমহার হদিশ নাই আজকে তুমহার জন্মদিনে ইয়ার জবাব চাই ।
হামি ইটাই জবাব চাই সোবাই সঠিক জবাব চায় ভারত ইয়ার জবাব চায়
হঁঃ  !  হঁঃ  !  ইটাই জবাব চাই হামি ইয়ার জবাব চাই  !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register