সম্পাদকীয়
একটা রঙের নাম হতে পারে সাহিত্য ক্যাফে। স্রোতের আঁচল থেকে কথার শরীরে বিনির্মাণ প্রচণ্ড গতিতে নেমে আসতে পারে শব্দব্রহ্ম। বিপরীতে চলা মানে সময়ের সঙ্গে বিরোধ নয় বরং শর্তের বাইরে বৃহৎ স্বপ্নের উড়ান। একজন শিল্পীই পারেন এই অসাধ্য সাধন। আমাজনের জঙ্গলে আগুন নেভানো থেকে কেপ টাউনে বৃষ্টি, আসামে এন আর সি থেকে শহর কলকাতার ব্যস্ততা...আমরা দূরবীনে চোখ রেখেছি, ভরসা রেখেছি কলমে। আসলে অনেক না পাওয়ার ভিড়ে একমাত্র সাহিত্য পারে মনের জানলা খুলে দিতে। সাহিত্য ক্যাফে আসলে আপনার আমার সেই এক টুকরো মুক্ত আকাশ, যাকে ছুঁয়ে দেখতে চাই আমরা। বিগত দুটি এপিসোডে আপনাদের ভালোবাসা তার প্রমাণ।
সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। রবিবারের সন্ধে জমে উঠুক সাহিত্য ক্যাফের সঙ্গে...
সম্পাদক,
প্রত্যূষা সরকার
0 Comments.