ক্যাফে কাব্যে পীযূষ কান্তি সরকার
হার মানতেই হয়
মন্দির -মসজিদ বিতর্ক তোলে যারা
তারা সব যন্ত্র-মানব --
দানবের হাতে থাকে রিমোট কন্ট্রোল
দাবানল ছড়াবার সুযোগ যথেচ্ছ।
তবু আশা রাখি
আমাদের হাতে আছে
ভালোবাসার পূর্ণ সিলিন্ডার --
তারই তীব্র আবেশে
অগ্নিশিখাকে হার মানতেই হয়
বার বার ...বার বার ...।
0 Comments.