সৌভিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা
গৌতম বুদ্ধ বললেন-৭
'প্রস্তাব' বা 'প্রোপোজাল' নিয়ে কথা হচ্ছিল
গৌতম বুদ্ধ গম্ভীর মুখে বললেন -
"নিষ্পাপ কুপ্রস্তাব সুচতুর সুপ্রস্তাবের চেয়ে ঢের ভালো..."
আমি ক্যাটরিনা কাইফের কথা ভাবছিলাম, চমকে উঠে বললাম -
" ঠিক বুঝলামনা স্যার, একটু উদাহরণ দিয়ে বোঝাবেন ?"
মাটন বিরিয়ানির গরম আলুটা টকাস করে মুখে পুরে দিয়ে তথাগত বললেন -
" বাড়ি ফাঁকা, ও অফিসের কাজে বম্বে গেছে...." এটা একটা ক্লাসিক নিষ্পাপ কুপ্রস্তাব
আমি ঘাবড়ে গিয়ে বললাম - " আর সুপ্রস্তাব ব্যাপারটা কী রকম ?"
গৌতমবাবু ঈষৎ বিরক্ত হয়ে বললেন
-
" শুধু সুপ্রস্তাব নয়, সুচতুর সুপ্রস্তাব, মার্ক মাই ওয়ার্ডস...
" বিয়ে করবে ? আমরা হ্যাপিলি এভার আফটার...." -
এটা একটা ক্লাসিক সুচতুর সুপ্রস্তাব, অথবা জটিল কুপ্রস্তাবও বলতে পারো
তুমি কোনদিকে যাবে ভাবার জন্য
তোমাকে এক মাস টাইম দিলাম, এই বোধিবৃক্ষের তলায়
নিজের উত্তর চিরকুটে লিখে রেখে যেও...
0 Comments.