কবিতায় রিমলী বিশ্বাস
সম্পর্ক
আজকাল অদ্ভুত ভাবে টের পাই
তোমার সরে যাওয়া!
নিয়ম না-মেনে আসা মানুষটা
হঠাৎ করেই রক্ষণশীল হয়ে গেলে
যেমন অবাক লাগে...
তেমন করেই দেখি তোমায়,
দূর থেকে।
তোমার ভালো থাকার খোঁজ নি
খাওয়া ঘুম রাস্তা-পারাপার
কাজ আর কাজ,
আরও বেশি করে কাজ,
সবটাই...
তুমি বলো 'অবকাশ পেলেই...'
আমি বলি...
অবসর বিনোদন নই,
যেদিন কাজ সামলেও
নিয়মিত মনে পড়বে...
ঘরের ছোট্ট ঘুলঘুলির মতো নয়
একটা দুই পাল্লার জানলার মতো
রাখতে পারবে আমায়,
সেদিন বরং এসো।
আজ থাক।
অফ পিরিয়ডের গল্পের মতো
কোন সম্পর্ক চাইনা আমার।
0 Comments.