কবিতায় অনুব্রতা গুপ্ত
নিখোঁজ
একটা লেখা খুঁজছি সেই সকাল থেকে।খুঁজে পাচ্ছিনা।
জিনসের পকেট,বাসি বিছানা,বিস্কুটের কৌটো, আলমারি,বইয়ের তাক সব তন্নতন্ন করে ঘেঁটে ফেলেছি।কোত্থাও নেই।
মাকে ফোন করে বললাম "লেখাটা দেখেছো?"
কাজের মাসির ওপর রেগেমেগে বললাম "ফেলে দাও,ফেলে দাও সব ফেলে দাও"।
কতগুলো কুকুর এলোমেলো করে খাচ্ছিলো কিসব।আমাকে দেখে থেমে গেলো,ওদের গলার ভেতর হাত ঢুকিয়ে ঢুকিয়ে বমি করিয়েছি, নেই।
একটা লেখা।এতোগুলো শব্দ।অজস্র অক্ষর।
বেপাত্তা।থানায় ডায়েরি নিলো না,বললো "আগে আশপাশে জিজ্ঞেস করুন ।চব্বিশ ঘন্টা পেরোয়নি"।
একটা লেখা আর একটা মানুষ কতোটা সমার্থক যদি জানতো!
0 Comments.