Sat 03 January 2026
Cluster Coding Blog

কবিতায় ঋজুরেখ চক্রবর্তী

maro news
কবিতায় ঋজুরেখ চক্রবর্তী

তোমায় দিলাম

ইতস্তত ছড়িয়ে থাকা লেখাপত্তর খোলামকুচি
তোমায় দিলাম
অপচয়ের রাতগুলো যা অংশবিশেষ জীবনসূচির
তোমায় দিলাম
যে বিপ্লব হবে না তার স্বপ্ন দেখা কিশোর-দুচোখ
তোমায় দিলাম
মায়ের গায়ের গন্ধ মাখা বাতিল করা বালিশ-তোষক
তোমায় দিলাম
ছুটতে ছুটতে বাউন্ডারির একটু আগে চার থামানো
তোমায় দিলাম
কথার ফাঁকে লুকিয়ে রাখা নীরবতার অভিমানও
তোমায় দিলাম
অসুখবিসুখ নিষেধ-নিদান পেরিয়ে গিয়ে বাঁচায় ফেরা
তোমায় দিলাম
এক জীবনের আধখানা যা ইন্দ্রিয়দের খাঁচায় ঘেরা
তোমায় দিলাম
বাকি অর্ধেক আপোশমুখীন সিকিভাগ যার তঞ্চকতা
তোমায় দিলাম
পুড়তে পুড়তে নিজেই কখন আগুন হলাম সেই ক্ষমতা
তোমায় দিলাম
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register