কবিতায় কমল চক্রবর্তী
অর্ধেক গ্লাস
সবে গ্লাস ভরে, শনিবার আনতে গেলুম
ফিরে দেখি, চুমুকে অর্ধেক রবিবার
ফিরেছি মুহূর্ত পরে!
তখনও সূর্যাস্ত ছিল
সূর্যোদয়, দ্বিপ্রহর,
প্রভাব পড়েছে ভরা গ্লাসে
তখনও আলোর রেনু খোলাখুলি বাতাসে অনেক
সবে শনিবার মুঠো, টেবিলে ফিরেছি
ছুটির সুগন্ধ, হাতড়ে!
কতকিছু ফিরে আসছে!
অভিমান
স্নিগ্ধ-প্রাণ ভোরের প্রকাশ
ফিরে দেখি, মুহূর্তেই গ্লাস অর্ধেক!
আধ-গ্লাস, বাকিটা সন্ত্রাস!
শনিবার!
0 Comments.