ক্যাফে কাব্যে তীর্থঙ্কর সুমিত
মেঘ ধরতে দাও
কল্পনার মধ্যে একটা চিহ্ন আঁকা
দুটো হাত বাড়ানো আছে
সন্ধ্যা তারা জ্বললে,
কোনো আলো গল্প লেখেনা
বিশ্বাসের ঘুমেরা আজ প্রাচীন দেশে
হামাগুড়ি দিতে দিতে আঁকছে আল্পনা
মেঘেরা এখনও ঘুমিয়ে
বৃষ্টি তুমি বাড়ি আছো?
রাতের আকাশ ___
আমায় মেঘ ধরতে দাও !
0 Comments.