- 40
- 0
তার কুঁওভোদিস রেস্তোরাঁ বেশ বহুদিন ধরেই চলছিল। কিন্তু তিনি প্রতিবেশীদের কাছ থেকে জমা জলের অভিযোগ পান আর দেখেন রেস্তোরাঁর বেশ কিছু জায়গায় ক্রমাগত ড্যাম্প ধরে যাচ্ছে। জায়গাটা বেশ পুরোনো হওয়ায় নীচের পাইপ মেরামত করতে হবে এই ভেবেই তিনি তার ৩ ছেলেকে নিয়ে ওই জায়গা খোঁড়ার কাজ শুরু করেন। যদিও সাময়িক সমাধান হলেও সমস্যা ক্রমশ বাড়তে থাকে। জমা জলের সুত্রানুসন্ধানে লেগে গেলো আট বছর। কিন্তু যে সূত্র হাতে এলো তাহলো প্রাচীন যুগের ও রোমান যুগের বহু মূল্যবান সামগ্রী সমন্বিত একটি আস্ত ঘরসহ আরো একাধিক প্রত্ন-উপাদান। প্রত্নতাত্ত্বিক তারান্টোর তত্ত্বাবধানে এবং আর্কিটেক্টস ফ্রাঙ্কো এবং মারিয়া আন্তোনিতা দে পাওলিসের নেতৃত্বে ফাজিয়ানোর পরিবার পুরোপুরি এই কাজে সহযোগিতা করেন। জানা যায় যে, নিচে প্রাপ্ত বাড়িটি এক সময় নানদের একটি প্রাচীন কনভেন্ট ছিল, যদিও ষোড়শ –সপ্তদশ শতাব্দী থেকে তা বন্ধ ছিল। পাওয়া গেছে, সম্ভবত মেসাপিয়ান কালের (পঞ্চম খ্রিস্ট পূর্বাব্দ) ঝুপড়ি তৈরির জন্য যে শিলার মধ্যে বৃত্তাকার ছিদ্র করা হতো তার একটি ঘাঁটি, উদ্ধার হয়েছে একটি বেল-আকৃতির একটি বড় জলাশয় ,যা দৃশ্যমান ও প্রবেশ যোগ্য। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর পূর্ববর্তী ডিম্বাকৃতির ও আয়তক্ষেত্রাকার আকৃতির জলাশয়, মধ্যযুগীয় সময়ে শস্য এবং খাবারের জিনিসগুলি সংরক্ষণ করার জন্য ব্যবহৃত একটি বৃহদাকার সিলোস। পাওয়া গেছে অনেক সেরামিকের বাসনপত্র ও আসবাবপত্র , একটি ১০ মিটার গভীর কূপ যা থেকে ইদুমে নদীর জল দেখতে পাওয়া যায়। আয়তক্ষেত্রাকার বেসিন, সমাধি ছাড়াও বহুমূল্যবান সামগ্রী।
এখন ফাজিয়ানোর কুঁওভদিস পৃথিবীর একমাত্র রেস্তোরাঁ যা পাশাপাশি লেসের বেসরকারী মিউসিয়ামও বটে । ইতালির প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বে আছে এটি। ইতালির প্রত্নতত্ত্ব বিভাগের অনুমতিক্রমে ভবনটি ব্যক্তিগত ইভেন্ট, সভা, অনুষ্ঠান, প্রদর্শনীর জন্য ভাড়া নেওয়া যায়। যদিও সাথে বিখ্যাত রেস্তোরাঁও বহাল তবিয়তে বিদ্যমান। তাই ইতিহাস - ঐতিহ্য - খাবারের আশ্চর্য্য মিশেল এই কুঁওভদিস পর্যটকদের কাছে অন্যতম গন্তব্যের।
0 Comments.