- 19
- 0
উন্নয়নের সাথে কংক্রিটের সম্পর্ক গভীর । বাড়ি , রাস্তাঘাট , সেতু এসব তো কংক্রিট ছাড়া ভাবাই যায় না । এমনকি তা মেরামতির হ্যাপা সে কি চারটি খানিক কথা ! সে তো আর নিজে নিজে সেরে উঠতে পারবে না। দস্তুর মতো তার জন্য প্রয়োজন মিস্ত্রী, সময় । কিন্তু এতদিনের এই ধারণা পাল্টাতে চলেছে খুব শীঘ্র । কারণ, বিজ্ঞানীরা ইতিমধ্যেই প্রমান করে ফেলেছেন যে ,কংক্রিটেও প্রাণের সঞ্চার ঘটানো যায় । কিন্তু কংক্রিটের মধ্যে যে প্রাণ থাকতে পারে এমন শুনেছেন ! নাতো ! আজ সেই আশ্চর্য কথাই জানাবো।

0 Comments.