Thu 18 September 2025
Cluster Coding Blog

ক্যাফে টকে প্রাপ্তি সেনগুপ্ত

maro news
ক্যাফে টকে প্রাপ্তি সেনগুপ্ত

জনস্বার্থে প্রচারিত

আজকাল বেশ বুঝতে পারছি,আমার বিরক্তি বেশ বেড়েছে,বয়স হচ্ছে বলেই আর কী!!
এই লকডাউনের বাজারে নিজের দেওয়ালে আমি যা খুশি লিখতে পারি...কোনো দায়বদ্ধতা নেই কারো কাছে!! কিন্তু সেটা অবশ্যই "নিজের" লেখা হওয়া উচিত...তাই না?মানে নিজের বলে চালাচ্ছেন যখন...
অন্যের লেখা আমার ভালো লাগতেই পারে,মনে হতেই পারে আহা এতো আমার মনের কথা!! তা বলে এমন আপন ভেবে নেবো যে ভুলেই যাবো ওটা আমার কি প্যাড থেকে জন্মায় নি,সে কেমন কথা!!!
শেয়ার অপশন টা কে তখন ভুলে মেরে দেবো,আচ্ছা মানলাম শেয়ার করতে আপনার অহং -এ বাধে,কপি পেস্টের কাজটিই আপনি বেশি ভালো করেন...তবে ঐ পেস্টটি করার সময় দয়া করে একটু ট্যাগিয়ে দেবেন... আচ্ছা ট্যাগাতেও সমস্যা হলে নিদেনপক্ষে একটা সংগৃহীত লিখে দেবেন!!
আবার অনেক সময় ঠিক পুরোপুরি ঝাঁপছেন না,কিন্তু ঐ হাল্কা করে অন্যের লেখার দু-চারটে মণি মুক্তোর মত শব্দ ঝেঁপে দিচ্ছেন!!!
বিশ্বাস করুন...অন্যের লেখা নিজের বলে চালাচ্ছেন,আবার কেউ শেয়ার করার অনুমতি চাইলে তাকে একদম,অবশ্যই,নিশ্চয়ই বলে কৃতার্থ করছেন,এটাতে ঐ গুটিকতক অজ্ঞ মানুষের কাছে আপনি মহান intellectual বলে নিজের মান বাড়ালেও,বাকি একটু-আধটু চোখ কান খোলা রাখা মানুষরা আপনাকে আস্তে আস্তে চোর,ডাকাত এইসব ভাবতে শুরু করবেন।
তাই একটু বুঝে শুনে ঝাঁপুন...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register