তোমার বাংলা অভিধানে একটাই শব্দ 'কর্তব্য', আমার অভিধানে 'অপেক্ষা'...
এই কর্তব্য আর অপেক্ষার টানাপোড়েনের গল্পে জিতে যায় শুধু কয়েকটা মুহূর্ত!!!
এমনই একটা মুহূর্তে দাঁড়িয়ে আজকের ক্যাফে টক...😊
সবার হাতে ক্যামেরা কথা বলে না! ঋত্বিক ভট্টাচার্যের লেন্সে আমাদের আশপাশের ক্ষুদ্র, তুচ্ছ সবকিছু জুম হয়ে যায় অটোমেটিক্যালি... ক্যাফে কলামের প্রথম আর আমার পক্ষপাতিত্বের দোষে দুষ্ট সিরিজ "চিত্রকাহন"....
এই সিরিজ আসলে ছবি দিয়ে গল্প বলে, ছবি এই সিরিজের হৃদয়, পড়বেন আর ভালোবাসবেন ঋত্বিকের ক্যামেরাকে...
আজ থেকে "সাহিত্য Cafe" - তে "প্রান্তজন",
সবার কী দেখার চোখ থাকে? কারো কারো থাকে... আমাদের রোজনামচায় আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রান্তিক মানুষগুলোকে নিজের করে নিয়ে তাদের জন্য কলম ধরতে কজন পারেন? পূ্র্বা দাস পেরেছেন, তার কলম আজ থেকে ক্যাফে কলামে...
"প্রান্তজন"-দের আপন করে নেবেন
আজ থেকে "সাহিত্য Cafe" - তে.."ফুরসত",
আমাদের কাছে,দূরে থাকা জানা না-জানা জায়গাগুলো আর তাদের স্পেশাল বা ইউনিক হয়ে ওঠার কাহিনী নিয়ে ক্যাফে কলামে কলম ধরলেন ডঃ সঞ্চারী ভট্টাচার্য্য...
পড়ে দেখবেন ফুরসতসে...
0 Comments.