Thu 18 September 2025
Cluster Coding Blog

ক্যাফে কাব্য -তে বাবুল গিরি

maro news
ক্যাফে কাব্য -তে বাবুল গিরি

পৃথিবীর পান্ডূলিপি 

মোহময় সৌন্দর্যের আবেশে জড়িয়ে গেলাম, কেমন প্রেম ঘিরে ধরলো চারিদিকে, পাফিন পাখির মতো -। পৃথিবীর মাটিতে পোঁতা আছে আমারই - চুরাশি লক্ষ মৃতদেহ ও তাহাদের প্রেম । ছেনি হাতুড়ি দিয়ে জীবন গড়তে গড়তে নিজের ছায়াকে ভেবেছি অহংকারী। পৃথিবীর ধ্বংসযজ্ঞে প্রতিটি মানুষের মতো অপরাধি আমি।
এইভাবে আমার শরীরেই ব্রহ্মান্ড পরিক্রমা, এ এক মোহময় আশ্চর্য সৌন্দর্য, ভোরের কুয়াশার মতো জাপটে ধরলো । কেমন মৃত‍্যু মুখর নৈশঃব্দ‍্য পৃথিবী আড়ি করে আছে অভিমানে-। পৃথিবীর প্রতিটি অত‍্যাচারি আজ গৃহবন্দী । কোনো খুন, ধর্ষণ, অপরাধ নথিভুক্ত হয়নি । আকাশে পাখিরা গুঁড়ো গুঁড়ো সোনা মাখছে। অবনি আসছে, আসছে অবনি, ফিরছে নিজের ঘরে । চুরাশি লক্ষ মৃত‍্যু দেখে দেখে, এ জনমে - আমি কবিতার রোগগ্রস্ত হলাম । দেখলাম আদিমকাল থেকে পৃথিবীর প্রতিটি পদার্থে আশ্চর্য পান্ডুলিপি ছাপা আছে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register