কবিতায় আশরাফুল মন্ডল
সব সরলতা তোমার জন্যে
সব সরলতা তোমার জন্যে
পায়ে পায়ে চলা সেও
শুধু গিঁট বেঁধে বেঁধে আটকে আছে আমার মরণ
ছটফটানি আমার তীর খোঁজা ভাঙ্গা ডানায়
অনির্বাণ বাঁচতে চাওয়া তোমার জন্যে
খিদে জাগা চোখ সেও
শুধু শিকল পরা সুখে লটকে আছে আমার বাঁচন
মুহূর্তের অনুভবে কুড়িয়ে নিই তোমার সরলতা
0 Comments.