ধীরে ধীরে চাঁদ ডুবে গেল--
বোঝাই গেল না চাঁদের অন্তর্ধান
এমনি এমনি অন্তর্হিত না হলে
জমে যায় না আকাশ,
তারার উৎসবের অবকাশে
আকাশ গঙ্গা স্বপ্ন দেখে-
সেই স্বপ্নিল আকাশ চাঁদ থাকলে
বিষাদে ভরে যেত-
খদ্যোৎ-আরতি দেখতে পেত না
প্রকৃতি, নিদেন কালপুরুষ
শিকারি কুকুরের স্পর্শে
পেত না প্রত্যয়--
0 Comments.