Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় রুমা চ্যাটার্জি

maro news
কবিতায় রুমা চ্যাটার্জি

বাড়ী

জানো , প্রত্যেকেরই একটা নিজের বাড়ি থাকে, এক্কেবারে নিজের....
যেখানে সূর্য ওঠে,  আবার অস্তও যায়।
অধীর আগ্রহে কেউ অপেক্ষায় থাকে,
ভালোবাসা মোড়কে ভাগ করে নেয় -
দুমুঠো খাবার,
ইচ্ছা গুলোকে বিসর্জন দেয় বাড়িটাকে বড় করার জন্য.....
রং বেরঙের আলপনায় সাজিয়ে নেয়-
ছাদের কার্নিশ থেকে ঘরের প্রতিটা কোনা।
একটার পর একটা ভালোবাসা দিয়ে
তৈরী করে জীবনের সেতু-
তারপর....তারপর হারিয়ে ফেলে নিজেকে।
আমার আমি খুঁজে বেড়ায় আনাচে কানাচে-
মেলে না তো... ছাই চাপা অভিমানে....
বুকচাতালে দাপিয়ে বেড়ায় সেই ছোট্ট বাড়িটা।
কবে যে কোথায় তার বীজটা পড়েছিল..... !
জানো, প্রত্যেকেরই একটা গোপন ঘর থাকে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register