কবিতায় নির্মাল্য ঘোষ
কফিন
আমার গলির আনাচে কানাচে যে
বিস্ফোরণ লুকানো আছে
তার হদিশ
তোমার জানা নেই
আমার বুকে কপালে পিঠে
তিলে তিলে আঁকা ট্যাটু..
অনেক যন্ত্রনার সাক্ষী
তুমি জেনেশুনেও নিশ্চুপ
আসলে খুব বুদ্ধিমতী
খুব বুদ্ধিমান কিম্বা খুব
সামাজিকের সংজ্ঞা হয়...
বাকি সবকিছু অদৃশ্য ছাই
আমি ভাবের মুখে শব্দের
কারুকার্য করা লাগাম লাগাতে
শিখিনি এখনো সেভাবে...
তাই আমি এখনো কফিন শায়িত
যদিও
কফিনেরও
কিছু ইতিহাস
হয়
0 Comments.