- 4
- 0
সত্যি কে! বন্ধু তুই? নিঃশ্বাস ছাড়া আমায় বুঝিস? ক্ষনিকের অবলম্বন ছাড়া, প্রয়োজনে আমায় খুঁজিস। অবাধ বিচরণ আমার প্রেমের- জন্য লড়াই। অবুঝ অবকাশ বাঁচুক; সবুজ উত্তরে তোকে সাজাই। গন্ডী বেঁধে আমায় বুঝিস, এইটুকু বন্ধু আকাশ। তোর জন্য আটক করবো, যত রাজ্যের অদৃশ্য বাতাস।
0 Comments.