পাঁচিল দেখলেই মনে হয় ভেঙে ফেলি
গুঁড়িয়ে ফেলি পায়ের অজস্র আঘাতে
ডিনামাইট দিয়ে ধূলিসাৎ করে ফেলি এই সব সুউচ্চ দেয়াল
অনায়াসে
স্বপ্নের মধ্যে অসংখ্য ভাঙা ভাঙির পরে ভোর বেলা চোখ জুড়িয়ে আসে রোজ
ঘুম থেকে উঠে আবার শুরু হয় দেয়াল-ভাঙার খেলা
এ খেলা চলতেই থাকে চলতেই থাকে
0 Comments.