মৃত্যুর থেকেও গভীর হয়ে আছে এই খাদ
খাদ মানে অনন্ত এক জিজ্ঞাসা
ধার ঘেঁষে নেমে গেছে শূন্যতা
বাজপাখির নখের মতো তীব্র সে আহ্বান
এই তো শুনছি,
আর দেখছি
সেই খাদের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে
আমার অলস দুটি পা
ঠিক এই চরম মুহূর্তে আমি
পরম নিশ্চিন্তে
একটা সিগারেট ধরালাম
0 Comments.