মাঝে মাঝে বুঝে ওঠা খুব দায়
পাশ ফিরে শুয়ে থাকা চিন্তার
রোদ নভেম্বরের নাতিশীতোষ্ণ
আদর খেয়ে সরীসৃপের আরাম
কি করে খুঁজে পায়?অবাক হই;
প্রসব যন্ত্রণায় দু চোখ বন্ধ মায়ের
মৃত সন্তানের গন্ধ যখন নাকে
এসে লাগে বারবার তখন গোটা
শহর পেরিয়ে দেশ গলিয়ে দূর
দূর মহাদেশ টপকিয়ে বর্তুল
একটা গোলার মুখ চিরে বমি
উগরিয়ে আসে,বাঁচি সবাই
ভালোভাবেই,কিন্তু কি করে?
এমন প্রশ্নের জবাব প্রতিরাতে
'আজ না বাবু কাল' বলে লেপ
মুড়ি দিয়ে তারা গুনতে শেখায়
0 Comments.