Thu 18 September 2025
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে সায়নী ব্যানার্জী

maro news
ক্যাফে কাব্যে সায়নী ব্যানার্জী

সুর

সুরের সাথে সুর মিলে যায় যদি, বৃষ্টি নামে আমার পাড়ায় এসে- ভিজে যাওয়া শুধু কাকতালীয় নয়, হয়তো, এই অজুহাত কেউ চাইছিলো ভালোবেসে l
জানলা বন্ধ ঘরের কোনো কোণে, প্রেমের চিঠি জমছে অনেক কাল - দমকা হাওয়া আগল মেনেছে কবে ? নিষেধের প্রেম চিরকালই বেসামাল l
তোমার পাড়ায় যে মেঘ গিয়েছে ভেসে, যে মাটির গন্ধে খোলা চুল মাতোয়ারা- বৃষ্টির ফোঁটা তোমায় ছুঁয়ে দিলে, বর্ষা এসে ভেজায় আমার পাড়া l
সুরের সাথে সুর মিলে যায় যদি, বৃষ্টি আঁচল উড়বেই বারবার- বেপরোয়া রং আবেগ চিনে গেলে, প্রেমিকেরা কোনো নিষেধ শোনেনা আর ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register