Thu 18 September 2025
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে মীনা রায় বন্দ্যোপাধ্যায়

maro news
ক্যাফে কাব্যে মীনা রায় বন্দ্যোপাধ্যায়

মন জুড়ে

বাদল ঝরিছে বাতায়নে বসে চেয়ে , রিমিঝিমি রিম ঝিম সুরে তো , আছো তুমি এই মন জুড়ে গো ! বরষাতে হিয়া জাগে প্রেম গীতি গেয়ে ! রিমিঝিমি রিম ঝিম সুরে তো , আছো তুমি এই মন জুড়ে গো।
গুরু গুরু গুরু গুরু দেয়া ডাকে শুনি , কাজল সাজেতে ঘন সেজেছে , এই মন দিতে সাধ জেগেছে ! মনে পড়ে সেই গান গেয়েছিলে গুণী ! রিমিঝিমি রিম ঝিম সুরে তো , আছো তুমি এই মন জুড়ে গো ।
রাত ভরে বারি ঝরে জল জমে পথে বিরহী মন সে চাইছে পাশে , চাঁদ মুখে হেরি এই তো আশে ! মন জানে আছো তুমি এ হৃদয় রথে ! রিমিঝিমি রিম ঝিম সুরে তো, আছো তুমি এই মন জুড়ে গো।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register