Thu 18 September 2025
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে প্রভঞ্জন ঘোষ

maro news
ক্যাফে কাব্যে প্রভঞ্জন ঘোষ

সে - কথাটি

কথার ভিড়ে যে কথাটি বলা হয় নি কিংবা, চোখের ব্যস্ততায় বার-বার হয়ে চলে বিস্মৃত- শিশিরসিক্ত মল্লিকা ফুল হরণ করে, ব্যস্ত চরণ ভিড়ের প্রচ্ছন্ন অলিন্দে তার পক্ষ করে সংগোপন:
অকস্মাৎ জেগে উঠে বিস্ময়াভূত ধরিত্রী- দেখি শ্যামলিমার ফরাস পেতে যাত্রা করে সুগম্য: প্রত্যহ পাড়ি দেই প্রতি হস্ত ভূমি মেপে অগাধ বিস্ময়ে!
যে কথাটি- প্রতিদিন নিদ্রার তারল্যে রসনার আহামরি লপ্ত আহারে হয়ে চলে বার-বার অনন্ত উদাস- সকাতরে, সদ্ভাবে আজ বলে যাই- আপার আনন্দে থাকুক উজ্জ্বল সবাই!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register