বিশ্বাস করো না তাদের,যারা দেয় দু নৌকায় পা,
তারা অধমেরও অধম এক,বিছুটি গাছের ছা।
বিশ্বাস যোগ্য নয় তারা কখন যে কার দলে,
বোঝা ভার তাদের কার যে কথায় চলে।
কথা দিয়ে কথা নেওয়া ওদের এক স্বভাব,
মনের কোনে তাদের আছে স্বচ্ছতার অভাব।
একের কথা অন্যকে বলে ভালো চায় হতে,
মানুষ যখন জানতে পরে এড়ায় কোনো মতে।
দু নৌকায় পা দিয়ে যায় না সকলকে খুশি করা,
কোনো না কোনদিন পড়বেই সবার কাছে ধরা।
এই স্বভাবের মানুষগুলো স্বার্থান্বেষী হয়,
যখন যেথায় স্বার্থ মেটে সেইখানেতেই রয়।
দল পাল্টানো তবু ভালো,মতের মিল না হলে,
দুই দলেই থেকে এরা স্বার্থ নিয়ে চলে।
এমন মানুষ থাকলে দলে, দলের বড় ক্ষতি,
ভালো কাজে এমন মানুষ রুদ্ধ করে গতি।
0 Comments.