- 1043
- 0
এখানে, কিছু বিতর্ক রয়েছে। কিছু প্রাচীন পন্থী এর বিরোধিতা করবেন।তারা বিয়ে প্রথা পাল্টাতে চাইবেননা। কিন্তু সমাজ সময়ের চাকার মত ক্রমশঃ ঘুরে। পথ পরিক্রমা করে। আজ অবধি কোন সমাজই নিশ্চল নয়। সুতরাং সামাজিক সমস্যা সমাধানে, বিয়ের প্রথা সংস্কার বা আমুল নতুনের দরকার।
যৌতুক প্রথা পৃথিবীর বিভিন্নস্থানে ভিন্ন রকম। কোন স্থানে বিয়ে করার জন্য কনের বাবাকে কনের মূল্য দিতে হয়। আমেরিকান অ্যান্থ্রপলজিস্ট বই থেকেঃ
“BRIDEWEALTH” vs. “BRIDEPRICE
The term [brideprice] out of ethnological literature since at best it emphasizes only one of the functions of this wealth, an economic one, to the exclusion of other important social functions; and since, at worst, it encourages the layman to think that “price” used in this context is synonymous with “purchase” in common English parlance. Hence we find people believing that wives are bought and sold in Africa in much the same manner as commodities are bought and sold in European markets [Evans-Pritchard 1931:36]
0 Comments.