করোনায় কেড়ে নিচ্ছে বহু অমূল্য প্রাণ
এখন তৈরি থাকি, ভুলে যত মান অভিমান
মাস্ক পরি, হাত ধুই সযতনে বারেবারে
রোগটাকে নির্মূল করতে মানুষই পারে
পরিচিত লোকজন যারা আছো কাছে
বলে দাও মন্ত্রগুলো সমাজের মাঝে
দূরত্ব বজায় রাখো, টিকা নাও নির্ভয়ে
প্রতিজনে সতর্ক হলে ভাইরাস যাবে পালিয়ে
0 Comments.