পুরানো সেই দিনের গানের মিষ্টি ছিল সুর,
কানটা ঠিক যেত চলে বাজুক যতই দূর।
সুর তাল ছন্দ ভাষা এমন ছিল তার টান,
মন ঠিক টানতোই শুনতে সেসব গান।
সুরকার কণ্ঠশিল্পী সব একাকার যেন,
বাদ্যযন্ত্রের সামঞ্জস্যও ভেসে যেত হেন।
সব মিলে পেতো শ্রোতা অসীম মিষ্টতা,
ভাষাতেও থাকত তখন নিবিড় সৃষ্টতা।
বিরক্তি তো নয়ই মন যেত ভালো হয়ে,
গুনগুনিয়ে গাইত শ্রোতা গানেরই লয়ে।
পুরনো দিনের কণ্ঠশিল্পী শের ছিল সবাই,
তাদের গানের রিমেক করে হয় তারা জবাই।
নতুন সৃষ্ট গান গুলো বড্ড কানে লাগে,
বিকট শব্দের বাদ্যযন্ত্র হৃদয়কে যেন দাগে।
পুরনো দিনের গান এখন যেন গেছে হারিয়ে,
বর্তমানের বিশ্রী গান দিয়েছে সে সব তাড়িয়ে।
খুশির জোয়ার আসে বয়ে পুরনো দিনের গানে,
পুরনো দিনের গানই শুধু হৃদয়ে জোয়ার বানে।
0 Comments.