অন্ধকারে জন্ম চেনা দায়।
তোমার নামে ডাক দিয়ে যায় কেউ?
যখন তুমি হাতড়ে বেড়াও জীবন
তখন দেখো অনেক দূরে ঢেউ।
আবার কখন পায়ের কাছে এসে
ভিজিয়ে গেলো সদ্য লাগা ধূলো।
সেইতো আবার ফিরেই যাবে জানি
যে ঢেউ এসে একটু আগেই ছুঁলো।
তবুও তুমি বালিতে ঘর বাঁধো
তবুও তুমি ভালবাসতে পারো।
সবাই তোমার আপন হয়ে যায়
তুমি কিন্তু কেউ ছিলেনা কারোও।
0 Comments.