- 35
- 0
তো এরকম অনেক ভাবনায় যোনি ও পুরুষাংগ আটকে পড়ে। এছাড়া যোনি অস্পৃশ্যতাও আছে, মানে নারী বর্জিত জীবন।
মানুষ হিসাবে বিবর্তন বেশি দিনের নয়, জোর ৪০/৫০ হাজার বছর হবে। নারীকে ঘিরে গোষ্ঠি। নারীর যোনির অধিকার নারীর ছিল। সে কার সাথে যৌনমিলন ঘটাবে এটা একমাত্র তারই সিদ্ধান্ত ছিল। খাদ্য ছিল সংকটে। পশু শিকার ও ফলমূল পুরুষকেই করতে হত। যে পুরুষ নারীকে খাদ্য দিত সে ছিল নারীর বিচারে সেরা, নারী তাকেই যৌনসংগমের জন্য নির্বাচন করত। এ নিয়ে পুরুষদের ক্ষমতার লড়াই, ও খুনোখুনি হত্যা ছিল। পশু ও খাদ্য সংগ্রহের জন্য অনেক দূর পুরুষকে যেতে হত, অন্য পুরুষ সেই সুযোগে নারীকে ভয় দেখিয়ে তুলে নিয়ে পালিয়ে যেত ও যৌন সংগম করত। এসব পুরুষদের মধ্যে শত্রুতা ও অন্য গোষ্ঠি সৃষ্টি করত। ফলে এক শ্রেণী মনে করত, নারীই অশান্তির কারণ। নারী বর্জিত জীবন অনেক শান্তির। তারা নারী থেকে দূরে থাকত। পৌরাণিক কাহিনীগুলিতে এসব অনেক উদাহরণ পাওয়া যায়। যিশুখ্রীষ্ট নিজে বিয়ে করেননি। ফলে তার অনুগামীরা আগেকার দিনে বিয়ে করতনা (যাজক শ্রেণী)। ব্রহ্মচর্য জীবন।
0 Comments.