Thu 18 September 2025
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে শংকর দেবনাথ

maro news
ক্যাফে কাব্যে শংকর দেবনাথ

বোশেখের পদ্য

প্রীতির স্বরে স্মৃতির ঘরে কালবোশেখি আসে- শৈশবের ওই সবগুলো দিন সবর সুখে হাসে |
ঘাম উড়োনো আম কুড়োনো ঝডের বিকেলবেলা, ও মন, কে তোর বুকের ভেতর সাজায় চড়ক মেলা !
ঝাপুর ঝুপুর দিঘির দুপুর ডুব-সাঁতারের জলে ভাসায় আমায় হাসায় কিশোর খুশীর শতদলে ৷
বন্ধ্যা আজ এ সন্ধ্যা ঘোরে সেই বোশেখের ভাষা রূপকুমারীর খুব কথাতে জাগায় অরূপ আশা ৷
বোশেখ ভোরে প্রাণের দোরে নতুন রবির আলো দাড়িয়ে থাকে বাড়িয়ে দু'হাত ঘুচিয়ে রাতের কালো ৷
প্রীতির ঘরে স্মৃতির ঝড়ে বোশেখ বেগে আসে - কল্পলোকের গল্পগুলো পদ্যসুখে হাসে |
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register