আঁধার রাতে একলা বসে
কাঁদছে একটি মেয়ে,
হারিয়ে গেছে সবকিছু তার
কেউ নেই এ ভুবনে।
সবাই আজকে গেছে চলে
একলা তাকে ছেড়ে
মনেতে তার কষ্টটুকু
রয়েছে কেবল ঘিরে।
একলা বসে ভাবছে মেয়ে
'জল যদি গো জীবন '--
আজ সে কেন একা?
আজকে কেন চারিদিক তার
এমনি করে ফাঁকা।
বন্যা হয়ে জল এসে তার
স্বজন গেছে নিয়ে;
যাবার সময় জীবনকে তার
একলা করে দিয়ে।
স্বজন হারা কষ্ট নিয়ে
এই পৃথিবীর বুকে,
কন্যা এখন কি করবে
বাঁচবে সে কোন্ সুখে??
0 Comments.