T3 || সৌরভ সন্ধ্যায় || লিখেছেন ইন্দু মুখোপাধ্যায়
ছুঁয়ে থাকা হাত
সেদিনের বিকেল জুড়ে বৃষ্টি নেমে ছিলো
আর
তার গভীর আনত চোখ জুড়ে অভিমান
শিয়রে সিঁড়ি সিঁড়ি আলো
জ্বর ছাড়িয়ে যাচ্ছিলো কাঁচ ঘর...
মায়া মাখা গাছটা এক বুক বৃষ্টি মেখেও থমথমে
গাছের পাশে দাঁড়িয়ে থাকা একটা পাখি
হাতের উপর ওম জাগানো
একটা পাখি
চুপ নদীর ভিতর ডাকতে ডাকতে বহুদূর...
আমরা জলের কাছে বসে ধৈর্য ভাসাই
অফুরান চাউনি জেগে থাকে
ঝুপ অন্ধকার নামলে জোৎস্না আর সৌরভ ঢেলে আসবেনা কোনোদিন...
0 Comments.