Thu 18 September 2025
Cluster Coding Blog

শঙ্খচারণায় বিপ্লব গোস্বামী

maro news
শঙ্খচারণায় বিপ্লব গোস্বামী

 শঙ্খ ঘোষ প্রয়াণে

      আজ সহসা কবিতার  মুহুর্ত হয়ে গেল যে স্তব্ধ ; সাহিত্যের রাজপথ অলি-গলি হলো সবই নিস্তব্ধ।
       কালকরোনার কাছে মেনে নিয়ে হার ; শান্তির নিশ্চিন্ত দ্বীপে দিয়েছ যে পার।
       তুমি ছিলেন নির্ভীক, চির পষ্টবাদী ; আপোষ বিহীন যুদ্ধা, সদা সত‍্যবাদী।
      তব শাণিত শব্দের বাণে ভেঙ্গেছে কত, অত‍্যচারী-উগ্ৰবাদীর শান। তব প্রতিবাদে ভূলুণ্ঠিত হয়েছে কত , অহংকারী-স্বেচ্ছাচারীর মান।
     হয় তো আর দাঁড়াবে না তুমি একা ঐ গলির কোণে ; হয় তো শুধু দেখব তোমায় কাগজের বিজ্ঞাপনে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register