Thu 18 September 2025
Cluster Coding Blog

শঙ্খচারণায় রুবি রায়

maro news
শঙ্খচারণায় রুবি রায়

দিওয়ানির হাতে কলম

বাউলগান হতে পারলে , ফকিরের নগ্ন গলা থেকে বেরিয়ে একতারার সূক্ষ্মকোণী তারে নিজেকে চিরে ফেলে পরিশ্রমের দাম দিতে পারতাম । কোনো আমিষ-নিরামিশ থাকত না । নির্দিষ্ট ঠিকানায় পৌছানোর চিন্তাও নোটিফিকেশন পেত না । কিন্তু মনের ট্যানিং কলঙ্ক ট্রান্সফার হল মধ্যমগ্রাম লোকালে আর গ্লিসারিন মাখা শরীরে চিপকে গেল ।
ঠিক বছরের ডাইরিতে লিখলেই কি স্বপ্ন মিলে যায় ? নারিশড দামোদর তার দুঃখ-হাহাকার প্রকাশ করে ..... নতুবা আনন্দে চিয়ার্স করে-- সেটা বলতে পারে গ্রাম্য স্কুলবাড়ি । ফুলকো চন্দ্রমল্লিকার বুক থেকে ভবিষ্যৎ সিদ্ধান্ত চুরি করে ঘুমাতে যাই । আমার লেবু জলের গ্লাস থেকে মধু তোলে মৌমাছি ।
কত নষ্ট হয়ে যাওয়া ডিম্বানু খিস্তি দেয় -- তাদের একটা প্রেমিক দিতে পারিনি বলে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register