Thu 18 September 2025
Cluster Coding Blog

শঙ্খচারণায় দীপক বেরা

maro news
শঙ্খচারণায় দীপক বেরা

শঙ্খ-দ্বীপের পাখি

যে পাখিটা গান গাইত ধারালো স্বর ও সুরে হঠাৎ তার জীবনদীপ নিভে গেল চারিদিক স্তব্ধ, ঘোর অন্ধকার এখন আর কোন পাখি ছড়াবে এমন তীক্ষ্ণ উচ্চারণ বঞ্চনা আর ব্যভিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে একা? প্রগতির গতিসূত্র-কে থমকে দিয়ে বক্রোক্তির ক্রুর হাসি হেসে আর কে বলবে, "পিছনের দিকে এগিয়ে চলুন"! কে জাগাবে আমাদের সেই চেতনা, বিবেক? তার জন্য আমাদের শোক আজ, কান্নাভরা দিন স্তব্ধ কবিতারা, স্তব্ধ মাতৃ-গর্ভের প্রতিটি ভ্রূণ! অনিয়ন্ত্রিত সভ্যতা, দুর্বৃত্তায়ণের রাজনীতি বা, আরও কোনও অনির্দেশ্য উৎস থেকে উঠে আসা ক্ষমতার তুমি এক বিমূর্ত স্বর তুমি হেঁটে গেছ ধীর, অথচ আগ্নেয়-স্পর্ধায় তাইতো, জলে লিখেছ আগুনের গান আগুনের চিঠি ওড়ে দিকে দিকে, ঈশানে-নৈঋতে তুমি মৃত্যুঞ্জয়, মৃত্যু পারে না তোমাকে ছুঁতে!
শেষ ভায়োলিনে সুর দিয়ে চলে গেল আমাদের সেই অতি প্রিয় শঙ্খ-দ্বীপের পাখি পাখিটার জন্য আমাদের আজ বিষাদ-বিলাপ নাভি ছেঁড়া ব্যথা,.. আর, অনশ্বর দুঃখ!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register