Thu 18 September 2025
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে বিপ্লব কুমার চক্রবর্তী

maro news
ক্যাফে কাব্যে বিপ্লব কুমার চক্রবর্তী

আহ্বান

হে মৌন, তুমি মুখর হও; হে স্তিমিত, তুমি প্রখর হও! হে সীমিত, তুমি অনন্ত হও, হে নির্বাপিত, পুনরায় হও প্রজ্জ্বলিত, প্রদীপ্ত ।
হে মৃতপ্রায়, সঞ্জীবনী সুধা পানে উজ্জীবিত হও, হতাশার মায়াজাল ভেদ করে নবীন আশার আলোকে উদ্ভাসিত হও । পড়ে থাক পিছে যত ক্লেদ- গ্লানি, সকল হিংসা আর হানাহানি; হাতের মুঠোয় ভালবাসা ভরে চির জাগরূক রও ।
বুকের ভেতর যে আগুন থাকে, নিভতে দিওনা তাকে; দৃষ্টি তোমার প্রখর রেখো হারানো পথের বাঁকে । হারালো যা কিছু, তার স্মৃতি ভুলে পুনঃ আগুয়ান হও ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register