Thu 18 September 2025
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে শুভম

maro news
ক্যাফে কাব্যে শুভম

সমাপ্তি

অন্তিমক্ষণ আসিল যখন, কষ্টের আগ্নেওগিরির রাখিয়া অন্তরে, মৃদু হাস্যস্রোত প্রকট হইল তখন - এ আননে। এ অভিমানিনীর শত অভিযোগ, তলিয়ে যায় সে মৃদু হাস্যস্রোতে ভেসে, জানি সবই ছিল অর্থহীন, সে তোমারি - কাননে। কষ্টের আগ্নেয়গিরি যখন মিলেছিল বাঁধ তোমারি সম্মুখে, বুঝেছিলাম তখন, নচেৎ তুমি যে পড়িতে ভেঙে আপন - হৃদপ্রাঙ্গণে। ভিড় করে আসা শত মিথ্যে প্রতিশ্রুতি স্তুপ তুলে রেখেছিলাম যা সযত্নে ভেবেছিলাম সব গুরিয়ে যাবে, এ অপেক্ষার ই - অবসানে। নিদ্রাহীন কত প্রহরে, তিলে তিলে জমা শত কষ্টে, শুকিয়েছে কত অশ্রু ধারা সাক্ষী হীন হয়ে আমারি - এ অক্ষী প্রাঙ্গণে। আর মাত্র ক্ষণিক সময় পাবোনা আর কাছে তোমায় চলে যাবার ফলকনামা দিচ্ছিল - তারই বয়ান থেকো তুমি ভালো, লয়ে তারে, চাহিয়াছে যারে আপন অন্তর দেশে, আমি না হয় কাটিয়ে দেবো, ক্ষণিক রাখিয়া তোমা চিত্র - এ হৃৎপ্রাঙ্গণে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register