Thu 18 September 2025
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে মধুমিতা

maro news
ক্যাফে কাব্যে মধুমিতা

আশ্রয়

কবিতার শরীর জোড়া এলোমেলো হিজিবিজি দাগ । কেউ বা রক্তে লেখা , কোথাও অসির আঁচড় । দগদগে ঘা ,বসন্তের কোকিল, প্রেম পোড়া ছাই ,প্রেমিকের প্রত‍্যাখান। মরুভূমির শীর্ণা নদী মরীচিকা কখনও মরুদ্যান। চোখের কোণে লুকিয়ে থাকা জলের বিদ্রূপ হাসি । তন্দ্রাহীন রাত জাগার ভেজা বালিশ । অনেক অভিমান, অনুযোগে মিথ্যার কাছে করা নালিশ। গাঢ় অন্ধকারের মতো অপূরণীয় শূন‍্যস্থান , আঁধার হাতড়ে পাওয়া অন্ধের যষ্ঠি। তুমি নিঃশব্দ চিৎকার ,গুমরে গুমরে হাহাকার । তুমি প্রকৃতি, প্রেম ,বর্ষাধারা উন্মাদ সাগর, তরঙ্গ পাগলপারা। প্রাণসখা ,সহচরী...ধস্তের অনন্ত আশ্রয় আমি ,আমার কবিতা একাকী সইবই সংসার ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register