Thu 18 September 2025
Cluster Coding Blog

Cafe কলামে - আত্মজ উপাধ্যায় (পর্ব - ২১)

maro news
Cafe কলামে - আত্মজ উপাধ্যায় (পর্ব - ২১)

বিবাহঃ নারী পুরুষের যৌনমিলনের অনুমতি? - ১১

যে কথা বলে আসছিলাম, যে বিয়ে প্রতিষ্ঠানটি আজ একেবারেই অচল, অন্ততঃযারা নিজের স্বার্থ ও বিকাশ নিয়ে চিন্তিত। একটা শিক্ষিত সম্প্রদায়, অতি সচেতন ও আত্মকেন্দ্রিক। শহর অঞ্চলে বা বড় বড় বিখ্যাত মানুষদের কাছে।
দেখবেন যারা শিল্পী, অভিনেতা, সাহিত্যিক ইত্যাদি সাংস্কৃতিক জগতে কাজ করে তাদের অনেকেই একাধিক বিয়ে করে। আনঅফিসিয়ালই যৌন-প্রণয় লিপ্ত থাকে। এটা কোন অভিযোগ আমি করছিনা। কারণ যিনি করেন তিনিই বুঝেন তার কাজের তাগিদ কোথায়। বাকীরা – তাদের সম্পর্কে যারা উৎসাহী তারা মানসিক যন্ত্রণা পায় তাদের মতো একাধিক প্রণয় করতে না পেরে। তারা তখন সমাজ সমালোচক হয়ে উঠে।
[caption id="attachment_41618" align="alignleft" width="307"] Courtesy: India Today[/caption]
কিছুদিন আগে বলিউডের অভিনেতা ও কংগ্রেসের রাজনীতিবিদ্‌ দক্ষিণের ৬৬ বছরের কমল হাসান তার রাজনৈতিক দল party MNM এর মেনিফেস্টোতে বলেছিল যদি তার দল  তামিলনাডুর বিধান সভায় জেতে তাহলে সে ঘরের বৌদের কাজের বেতন তৈরী করে দেবে (Pay For Household Work )। যাতে মহিলারা নিজেদের অর্থসংস্থান পায়। এর সাথে অবশ্য আরো ৬টি ঘোষণা ছিল।
কমল হাসানের সমর্থনে আরেক আমলা ও কংগ্রেসের রাজনীতিবিদ্‌ শশী থরুর জানাল টুইটারে ঘরের মহিলাদের জন্য কাজটা খুবই দরকার।
শশীথরুরের টুইটে একটা বিতর্ক দাঁড়ায়। মেয়েদের পক্ষে অভিনেত্রী কংগনা রানৌত (Kangana Ranau) ও অনেকে মত প্রকাশ করেন।
আমি এইসব তর্কে যেতে চাইনা। আমি দেখালাম আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণের উপর সমাজের বিখ্যাত লোকেদের সাথে কত মিল রয়েছে।
এটা ঘটনা, মহিলাদের হাতে অর্থের দরকার। তারা তাদের স্বামীর সম্পত্তির দিকে বা শুধু ভাতকাপড় আর আশ্রয়ের দিকে কেন তাকিয়ে  থাকবে? যে যাই করুক তার শ্রমের উপার্জন তার হাতে দেখা দরকার। তার শ্রমের উপার্জন সে তার ইচ্ছাতে খরচ করুক বা কাউকে দান করে দিক, ব্যবসায় খাটাক। এটা তার একান্তই নিজের ব্যক্তিগত ব্যাপার। বিয়েতে যৌতুক ও বিয়ে ভাংগলে খরপোষ বন্ধ হোক।
একটা ছেলেকে কতকিছুর দায় নিতে হয়। মহিলারা কেন শুনবেন? তারা নিজেরাই তাদের দায়ীত্ব নেবেন। একটা পরিবারে একটি ছেলে এখন যে দায়িত্বগুলি নেয়ঃ
১। বিবাহের জন্য অর্থ প্রদান
২। বিবাহের রিংয়ের জন্য অর্থ প্রদান
৩। বাড়ির জন্য অর্থ প্রদান
৪। গাড়ির জন্য অর্থ প্রদান
৫। খাবারের জন্য অর্থ প্রদান
৬। নানা ব্যবহার্য বস্তুর  জন্য অর্থ প্রদান ফ্রিজ, টিভি, ওয়াশিং মেসিন ইত্যাদি
৭।  জীবনবীমা্র/ অসুখের বীমার জন্য অর্থ প্রদান
৮। পোশাক পরিচ্ছদের জন্য অর্থ প্রদান।
৯। বাচ্চাদের বড় করা মানুষ করার জন্য অর্থ প্রদান
১০।  অবসরকালীন দিনগুলির জন্য বেতন / সঞ্চয়
১১।  রাতের খাবার / বিনোদনের জন্য অর্থ প্রদান
১২।  বিবাহবিচ্ছেদের জন্য অর্থ প্রদান।
১৩।  সন্তানের সহায়তা প্রদান (বিবাহবিচ্ছেদের পর)।
১৪।  মরে গেলে/ শ্রাদ্ধশান্তিরপরিষেবাগুলির জন্য অর্থ প্রদান
১৫।  অতিরিক্ত কোনও ক্রিয়াকলাপ (অবকাশ) এর জন্য অর্থ প্রদান
এইসব দায়িত্ব তখন তার কমে যাবে।
কয়েক দশক ধরে ইউরোপ আমেরিকাতে ও পশ্চিমী প্রভাবের দেশগুলিতে বিয়ে প্রতিষ্ঠান অনেকেই মানতে চাইছেননা। বিয়ে করছেননা। বিশেষ করে মহিলারা চাইছেননা বিয়ে করবেন।
 অনেকেই সিংগেল মাদার হয়ে সন্তান লালন করছেন। এবং পুরুষ বন্ধু রাখছেন যৌন সাথী হিসাবে। প্রয়োজনে ব্যবহার করেন।

চলবে

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register