Thu 18 September 2025
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে সায়নী ব্যানার্জী

maro news
ক্যাফে কাব্যে সায়নী ব্যানার্জী

আশ্রয়

কিছু আশ্রয় চিরকাল ভালো, খুঁজে নেয় ঘুম যতদূরে থাক- হাতের স্পর্শ কিছু ক্লান্তি জুড়োয়, নিস্তব্ধতারা সব আঁচলে শোভা পাক l
একলা কোনো ছাতা যদি বাসস্ট্যান্ড খোঁজে, চোখের কাজল যদি লজ্জা চিনে নেয়- সেই ছাতা আটকাক বৃষ্টি বা রোদ, মরসুমে আর কি বা এসে যায় !
ভুল করে হাতে হাত l হয়তো এটাই চাওয়া l গল্পের আগাগোড়া বাস্তব ভয়, ছেলেমানুষির কড়া নেড়ে পরিণতি আসে- গভীর ঘুমে বিরহ কাম্য নয় l
ঋতুর ঋণে প্রেম জমে কত, বলেছে যারা বয়েসের মোহো,নেশা- তাদের চোখও ধাঁদিয়েছে সাবস্তির কারুকাজ, তাদের ও ছুঁয়েছে সেই বিদিশার নিশা l
কিছু আশ্রয় চিরকাল এতটা নিবিড়, ঠোঁটের আগেই সম্মতি দেয় চোখ- হাতের স্পর্শ ঘোচাক ক্লান্তির ঝড়, যুগে যুগে ভালোবাসা এমনটাই হোক ll
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register