মুখের ভাষা থেকে মাতৃভাষা,
তোমার-আমার -সবার ভাষা।
এ ভাষাতেই মা'-কে ডাকা,
প্রথম প্রেমের আলাপ হওয়া।
আত্মবিশ্বাসে ভরপুর হয়ে...
শব্দ- কথা হয়ে ফেরে প্রতি মুখে;
বলিষ্ঠ হয়ে দাঁড়াতে দেয়,
ভাষা তখন দুগ্ধ ফেনায়।
নিজের ভাবকে আপন প্রকাশে,
ভাষা সেথায় আসে সাহিত্য রূপে।
খই ফুটানো বুলি বা কুভাষায়,
মুখের থেকেই যা-তা বেড়োয়।
অহংকারের উপর ভর করে...
শব্দেরা বাঁচে বিপ্লবে বিপ্লবে।।
0 Comments.