Thu 18 September 2025
Cluster Coding Blog

|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় উজ্জ্বল কুমার মল্লিক

maro news
|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় উজ্জ্বল কুমার মল্লিক

১| জয়তু বাংলা

ভাষার কারণে হ'ল এক দেশ, রাজনীতি, ধরম্ কিছু বোঝে না, পেটের জ্বালা সইতে পারা যায় মুখের ভাষা সে কাড়তে দেবে না।
ভাষা সবার মা, ভাষা-স্বাধীনতা, দ্বি-জাতি তত্ত্ব মিথ্যা;প্রকাশে আজ: উদ্দীপ্ত শেখ-সাহেব, দিলে ডাক, জনাকীর্ণ মাঠ, ফেলে সব কাজ।
ভাষাই একতা, জাগায় সাহস শিকল ভাঙার,নতুন দিশার; ভারত সহায়ে, বলীয়ান ওরা, শপথের দিনে ওঠে অঙ্গীকার:
হতবল, খান সেনাদল, ভীত, স্বীকারে বন্দীত্ব ভারত সেনার।

২| তর্পণ

বীর শহিদের রক্তে স্নাত, বাংলার মাটি; তাদের কী করে ভুলি! যে ভাষায় কথা বলি সে তো তাদেরই দান, বিনম্রে করি প্রণাম।
একুশে ফেব্রুয়ারির সেই আত্ম-বলিদান, হোক অক্ষয়, অম্লান; ইতিহাসে রয় লেখা ভাষা-শহিদের কথা স্বর্ণাক্ষরের বাণীতে।
যুগান্তব্যাপী ভাস্বর দীপ্তিমানের আলোকে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register