ক্যাফে কাব্যে দেবজিৎ দে

স্নাতক

কটা সিঁড়ি ভেঙে তুমি

অঙ্কের সমাধানে

এহেন চিন্তায়

চিহ্নের প্রাধান্য খুঁজি

তিন বন্ধন খুললেই

কমে আসা ব্যবধানে

উষ্ণতা, লাভা – পথ

হয়ে যাবে পুঁজি

বিভাজ্য ও বিয়জন

এই সমীকরণে

উত্তর দেবে

নিয়মানুসরণে ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।