T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় চিরঞ্জীব হালদার

লক্ষ্মীমন্ত
ধানফুল আজ মুখ লুকিয়ে শিশিরে,
চালগুড়ো চাল শীলেই আমি পিসিরে।
দেখা তো নেই লক্ষ্মীপেঁচার কোটরে
এই নাও ভাই সুখের চিঠি কাল ভোরে।
সুখ কি বিলোয় অক্ষরে তার অঘ্রানে
কোন দিগন্তে সুখের বাসা কে জানে।
অতিথি ভবঃ দেব ভবঃ মা ঠাকরোন্
আজ লক্ষ্মী কাল লক্ষ্মী লক্ষ্মী মন।
তেরো পার্বণ একটি তিথি অঘ্রানে
তুমিই জানো মা জানে আর কে জানে।